ওয়েব ডেস্ক : ফের ইউক্রেনে (Ukraine) হামলা চালাল রাশিয়া (Russia)। আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকের (Trump-Putin Meeting) কয়েকঘন্টার মধ্যে এই হামলা চালানো হয় বলে খবর। এই হামলায় ৬১ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে ইউক্রেনের সংবাদমাধ্যমের তরফে। অবশ্য এ নিয়ে এখনও কিছু জানানো হয়নি রাশিয়ার তরফে।
ইউক্রেনের সংবাদমাধ্যম Ukrainska Pravda তাদের প্রতিবেদনে ইউক্রেনের এয়ার ফোর্সকে উদ্ধৃতি করে দাবি করেছে, ১৫ অগাস্ট সন্ধ্যায় এই হামলা চালানো হয়। ৮৫টি ড্রোন ও একটি ব্যালিস্টিক মিসাইল দিয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। এই হামলার কারণে প্রাণ হারিয়েছেন ৬১ জন। অনেকে আহত বলে খবর। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ৮৫টি ড্রোনের মধ্যে ২৪টি ড্রোন আছড়ে পড়ে ১২টি এলাকাতে।
আরও খবর : আচমকা বিপর্যয় নেমে এল পাকিস্তানে! ৪৮ ঘন্টায় মৃত্যু ৩২১ জনের
ইউক্রেনের সংবাদমাধ্যমের তরফে আরও দাবি করা হয়েছে, সুমি, দোনেৎস্ক, চেরনিহিভ এবং দনিপ্রোপেত্রোভস্ক এলাকাগুলিকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে। যার জেরে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকাগুলি। দাবি করা হয়েছে, রাশিয়ার কুর্স্ক, প্রিমোর্সকো-আখতার্স্ক, শাতালোভার এবং সম্প্রতি দখল করা ক্রিমিয়ার হভারদিসকে ঘাঁটি থেকে এই হামলা গুলি করা হয়েছে।
অন্যদিকে, শুক্রবার ১৫ অগাস্ট রাশিয়া-ইউক্রেন সংঘাত থামাতে আলোচনায় বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। এই বৈঠক হয়েছিল আলাস্কার এলমেনডর্ফ-রিচার্ডসন মিলিটারি বেসে। তবে এই আলোচনায় সরঘর্ষবিরতি নিয়ে কোনওধরণের রফাসূত্র মেলেনি। তবে দুই দেশের রাষ্ট্র প্রধান এই বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে বলে জানিয়েছিলেন। কিন্তু তার মাঝেই ইউক্রেনে হামলার অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে।
দেখুন অন্য খবর :